images

বাংলাদেশ / জাতীয়

‘ধর্মের নামে সহিংসতাকারীরা শুধুই সন্ত্রাসী’

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭ , ০১:১৪ পিএম

ধর্মের নামে যারা সহিংসতা করে তারা শুধুই সন্ত্রাসী। বললেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঘাতক দালাল নির্মূল কমিটির ২৫ বছরপূর্তির আয়োজন ও জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পরমত সহিষ্ণুতা এ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের শ্রেষ্ঠ উপাদান। কোনো অপশক্তি এ অর্জন ম্লান করতে পারবে না।

তিনি আরো বলেন, হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ শুধু সংরক্ষণ নয়, এর বিকাশও ঘটাতে হবে। বাস্তবায়ন করতে হবে মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা ও আদর্শ।

কে/এসজেড