বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭ , ১১:২২ এএম
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার বাংলাদেশের অবস্থান ১৫তম। এর আগে এটি ছিলো ১৩তম । জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বুধবার রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০১৭ সালে বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)’ র প্রকাশিত সূচক (করাপশান পারসেপশন ইনডেক্স বা সিপিআই) অনুযায়ী এ তথ্য প্রকাশ করা হয়। গেলো ২০১৬ সালের সূচক অনুযায়ী ০ থেকে ১০০ এর স্কেলে বাংলাদেশের স্কোর ২৬।
সে অনুসারে তালিকায় নিচের দিক থেকে ১শ’ ৭৬ দেশের মধ্যে বাংলাদেশ ১৫ তম। আগের চেয়ে দু’ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। আর তালিকার উপরের দিক থেকে বাংলাদেশ রয়েছে ১৪৫তম স্থানে।
টিআই’র প্রতিবেদন অনুযায়ী ২০১৫ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম। ২০১৪ সালে ১৪তম, ২০১৩ সালে ১৬তম এবং ২০১২ সালেও ছিল ১৩তম।
প্রতিবেদনে জানানো হয়, এ বছর সমান স্কোর পেয়ে বাংলাদেশের সঙ্গে তালিকায় নিচের দিক থেকে যৌথভাবে একই স্থানে আছে ক্যামেরুন, গাম্বিয়া, কেনিয়া, মাদাগাস্কা ও নিকারাগুয়া।
এইচটি/এমকে