images

বাংলাদেশ / জাতীয়

ঢাকা এসেছেন আনান কমিশনের ৩ সদস্য

শনিবার, ২৮ জানুয়ারি ২০১৭ , ০৮:০৯ পিএম

মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সবশেষ পরিস্থিতি দেখতে ঢাকায় এসেছেন আনান কমিশনের তিন সদস্য।

শনিবার দুপুরে একজন ও সন্ধ্যায় দু’জন সদস্য ঢাকায় আসেন।

রোববার প্রতিনিধি দলটি কক্সবাজার গিয়ে সরেজমিনে নতুন করে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেবেন। এরপর ঢাকায় ফিরে এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে কথা বলবেন।

এছাড়া রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জেলা প্রশাসন এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন। ১ ফেব্রুয়ারি ঢাকা ছাড়ার আগে রাখাইন কমিশনের তিন সদস্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেবেন।

কমিশনের তিনি সদস্য উইন ম্রা, আই লুইন ও ঘাশান সালামে বাংলাদেশ ঘুরে রোহিঙ্গাদের সম্পর্কে যা দেখেছেন ও শুনেছেন তার ওপর ভিত্তি করে কফি আনানের নেতৃত্বাধীন কমিশনের দপ্তরে একটি মূল্যায়ন প্রতিবেদন দেবেন। গেলো ডিসেম্বরের শুরুতে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান নিজেও মিয়ানমার সফর করেছেন।

এমকে