images

বাংলাদেশ

শিশুপ্রহরে বইপ্রেমী শিশুরা [ভিডিও]

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ , ০১:০৯ পিএম

বই মেলায় ব্যতিক্রমধর্মী আয়োজন শিশুপ্রহর। বাংলা একাডেমির চত্বরজুড়ে বইপ্রেমী শিশুদের ছোটাছুটি  বই মেলায় উৎসবের আমেজকে যেন  আরো একধাপ বাড়িয়ে দেয়। মা-বাবার হাত ধরে স্টলে স্টলে বই দেখে, বই কিনে, নতুন বই বুকে জড়িয়ে বাড়ি ফিরেছে শিশুরা।

বই কেনার পাশাপাশি শিশুদের মন কেড়েছে সিসিমপুরের হালুম-ইকরি-টুকটুকি-শিকু। বাংলা একাডেমির আয়োজনে অসংখ্য শিশু অংশ নিয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। প্রতিযোগিতায় অংশ নেয়া শিশু ফারিহা জানায়, মেলায় এসে আমি খুব আনন্দিত। বাংলা একাডেমির চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আমি আঁকছি শহীদ মিনার।

বাংলা একাডেমির সহকারি সম্পাদক আবিদ করিম জানান, অমর একুশে বই মেলার ৩৩ বছর পূর্ণ হলো। প্রতি বছরে বাংলা একাডেমি আয়োজিত এ বই মেলায় শিশু প্রহরের আয়োজন থাকে। এ শিশু প্রহরের মূল উদ্দেশ্য হচ্ছে, বাবা-মা’রা যেনো তাদের সন্তানের নিয়ে নিয়ে বইমেলামুখী হয়। আর শিশুরা যাতে তাদের পছন্দের বই পড়ে নিজেদের আলোকিত করতে পারে। 

অন্যদিকে বই মেলায় আগত অনেক দর্শনার্থীরাই জানে না আজ শিশুপ্রহর। এমন কি অনেক বিক্রয় প্রতিনিধিরাও জানে না  শিশুপ্রহর চলছে।

এপি/এমকে