সোমবার, ০৮ আগস্ট ২০১৬ , ০২:০৩ পিএম
মানসম্পন্ন ওষুধ উৎপাদনে ব্যর্থ ২০ কোম্পানি বন্ধ এবং ১৪ কোম্পানির এন্টিবোয়োটিক'সহ কিছু ওষুধ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও কাজী মোঃ ইজারুল হক আকন্দ'র বেঞ্চ এ আদেশ দেন।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর পক্ষে আবেদন করেন আইনজীবী মনজিল মোরশেদ।
গত ৭ জুন ২০ কোম্পানিকে সাত দিনের মধ্যে সব ধরনের ওষুধ এবং ১৪ কোম্পানিকে অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই নির্দেশ বাস্তবায়ন না হওয়ায় সোমবার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে আবেদন করে।