images

অপরাধ

নারায়ণগঞ্জে সহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

সোমবার, ১৩ মার্চ ২০১৭ , ১০:৫১ এএম

নারায়ণগঞ্জে সহকর্মীকে (৩৮) ধর্ষণের অভিযোগে আব্দুল মতিন (৪০) নামে নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে মাধবপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ওই নারী শ্রমিক নিজে বাদী হয়ে আব্দুল মতিনকে আসামি করে মামলা করেছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায় , শনিবার ওই নারী ও মাধবপাশা এলাকার খোকনের বাড়ির ভাড়াটে আব্দুল মতিন ফরাজিকান্দার খালেক মিয়ার বাড়িতে নির্মাণ কাজ করছিল। এসময় মতিন মিয়া ওই নারী শ্রমিককে একা পেয়ে ধর্ষণ করে।

ধর্ষণের ঘটনাটি নারী শ্রমিকের স্বামী দেখে ফেলায় আব্দুল মতিন পালিয়ে যাবার সময় এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এসএস