images

অন্যান্য / আইন-বিচার / অপরাধ

২ মামলায় জসিম-আরজিনার ১২ দিনের রিমান্ড

শুক্রবার, ১৭ মার্চ ২০১৭ , ১১:৪৪ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদের নামারবাজার সাধনকুঠির থেকে আটক জসিম ও আরজিনার অস্ত্র উদ্ধার মামলায় ৫ ও সন্ত্রাসবিরোধী মামলায় ৭ দিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করলেন আদালত।

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিশেষ আদালতে হাকিম হুসেইন মোহাম্মদ রেজা তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর অপারেশন ও মামলা ২টির তদন্ত কর্মকর্তা মাহবুব মিল্কি জসিম ও আরজিনার অস্ত্র উদ্ধার মামলায় ১৫ ও সন্ত্রাসবিরোধী মামলায় ১৫ দিন করে মোট ৩০ দিনের রিমান্ড আবেদন করেন।

গেলো বুধবার সন্ধ্যায় সাধনকুঠির থেকে জসিম ও আরজিনাকে আটক করে পুলিশ। তখন আরজিনার গায়ে আত্মঘাতী হামলার ভেস্ট ছিল।

কে/ডিএইচ