images

অপরাধ

ড. ইউনূসের বিরুদ্ধে আরো ২ মামলা

সোমবার, ২০ মার্চ ২০১৭ , ১২:০৮ এএম

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আরো দু’টি মামলা করা হয়েছে। বকেয়া পরিশোধ না করায় এই দু’টি মামলা করা হয়।

এ নিয়ে এখন পর্যন্ত তার বিরুদ্ধে ১২ টি মামলা হয়।

১৯ মার্চ রোববার ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলা দু’টি করেন ড. ইউনূসের প্রতিষ্ঠিত কোম্পানি গ্রামীণ টেলিকমের দুই কর্মকর্তা। তারা হলেন- গ্রামীণ টেলিকমের উপ-ব্যবস্থাপক শেখ শরীফুল ইসলাম ও কর্মকর্তা চন্দ্র কুমার রায়।

মামলায় গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান এবং এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসকে বিবাদী করা হয়েছে।

ড. ইউনূসের বিরুদ্ধে এর আগে ১০টি মামলা করেন গ্রামীণ টেলিকমের কর্মীরা। এরমধ্যে বুধবার ঢাকার শ্রম আদালতে সাতটি এবং মঙ্গলবার বাকি তিনটি মামলা দায়ের করা হয়।

মামলা থেকে জানা যায়, বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর গ্রামীণ টেলিফোনে এক তৃতীয়াংশ শেয়ার রয়েছে গ্রামীণ টেলিকমের। এ প্রতিষ্ঠানের মুনাফা কর্মীদের মাঝে বণ্টন করে দেয়ার আইনি বাধ্যবাধকতা থাকলেও তা দেয়া হয়নি।

এমসি/জেএইচ