images

অপরাধ

কোটবাড়ীর জঙ্গি আস্তানায় ৫ কেজি ওজনের দু'টি বোমা নিষ্ক্রিয়

শনিবার, ০১ এপ্রিল ২০১৭ , ০৬:৩৭ পিএম

কুমিল্লার কোটবাড়ীর জঙ্গি আস্তানায় ৫ কেজি ওজনের দু'টি শক্তিশালী বোমাসহ ৬টি গ্রেনেড ও ২টি সুইসাইডাল ভেস্ট নিষ্ক্রিয় করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

এর আগে, শুক্রবার সকালে ওই জঙ্গি আস্তানায় অভিযান শুরু হয়। চলে সন্ধ্যা পর্যন্ত। তবে এ  কোনো জঙ্গিকে পাওয়া যায়নি। 

এর আগে বুধবার আস্তানাটি শনাক্ত করা হয়। কিন্তু কুমিল্লা সিটি নির্বাচনের কারণে অভিযান ৩০ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়। বাড়িটি ঘিরে রাখে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। 

অভিযান শুরুর আগে ওই আস্তানার আশেপাশের প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

জানা যায়, কোটবাড়ীর এই আস্তানায় দু’জঙ্গির থাকার তথ্য পেয়েছিল পুলিশ। তাদের একজনের সাংগঠনিক নাম আনাস বা আনিস। বাড়ি নোয়াখালী এলাকায়। বয়স ১৯ থেকে ২০ বছর। তিনি গেলো চার-পাঁচ মাস ধরে পরিবার থেকে নিখোঁজ। অপরজনের সাংগঠনিক নাম রনি। পাঁচ মাস আগে ‘পুরনো জেএমবিতে’ যোগ দেয়া এই ব্যক্তির বয়স ২২-২৩ বছর। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এলাকায়।

তবে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তাদের ছবি রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

এসএস