মঙ্গলবার, ০২ মে ২০১৭ , ০৩:৪৩ পিএম
রাজধানীর রায়েরবাগে ১০ হাজার পিস ইয়াবাসহ একটি ট্রাক জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। জব্দকৃত ইয়াবাগুলোর বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
এ সময় মো. মঞ্জুরুল ইসলাম (২৬) ও মো. আব্দুর রাজ্জাক (৩৪) নামে দু’মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
সোমবার ভোরে রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।
ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, সোমবার রাতে একদল মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে একটি ট্রাকে (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৮-৮২৫৭) করে ইয়াবাগুলো ঢাকায় নিয়ে আসছিল। খবর পেয়ে বিকেলে ডিবি (দক্ষিণ) বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম কদমতলী থানার রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করে।
তিনি আরো বলেন, সেসময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করা হয়েছে।
আর/এসএস