সোমবার, ১৫ মে ২০১৭ , ০৯:১৭ পিএম
রাজধানীর বনানীতে দুই তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী রহমতকে গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃত দু'জনও ওই মামলার আসামি। সোমবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।
এ মামলায় এখন পর্যন্ত ৪ জন গ্রেপ্তার হলেন, অন্য আসামি নাঈমকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী।
র্যাব-১০ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, পুরান ঢাকার নবাবপুর থেকে বিল্লাল হোসেন ও মহাখালী এলাকা থেকে রহমতকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বৃহস্পতিবার মামলার প্রধান আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে সিলেট থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের রিমান্ডে নেয়া হয়।
মামলার এজাহার অনুযায়ী, গেলো ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে দুই তরুণীকে ধর্ষণ করেন সাফাত ও নাঈম। সাদমানসহ অন্য ৩ জন ছিলেন সহযোগী।
এর মধ্যে সাফাত রাজধানীর অভিজাত স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠান আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে।
ওই দুই তরুণী বৃহস্পতিবার ঢাকার আদালতে জবানবন্দি দেন। ঘটনার মাসখানেক পর ৬ মে ১ তরুণী বনানী থানায় মামলা করার পর বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। সাফাত গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ব্যপক সমালোচনাও হয়।
এসজে