images

বাংলাদেশ / জাতীয় / অপরাধ

নীলক্ষেত বই মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

শুক্রবার, ২৬ মে ২০১৭ , ০৮:৩২ পিএম

রাজধানীর নীলক্ষেত বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে। প্রায় দুই ঘণ্টা চেষ্টায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি ফায়ার সার্ভির্সের কর্মীরা।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদুর রহমান জানান, ইসলামিয়া মার্কেটের নীচতলায় রিয়াদ বই স্টল থেকে রাত ৭টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়ে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে প্রথমে ৯টি ইউনিট পরে আরো ১টি ইউনিট কাজ করে। রাত ৮টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে এখনো ধোঁয়া বের হচ্ছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। তদন্ত করে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ জানা যাবে।

নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান বলেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। ইসলামিয়া মার্কেটের ২য় তলার একটি দোকান থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় পথচারীরা। তবে পুরো এলাকাজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হয়েছে।

এর আগে ২০১৪ সালে ২৭ মার্চ রাজধানীতে বইয়ের অন্যতম প্রধান এ মার্কেটে আগুনে পুড়ে বেশ কয়েকটি দোকান। এছাড়া ২০১২ সালের ২৭ জুলাই নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন পুড়েছে ২০ দোকান।

এমসি/সি