রোববার, ০৪ জুন ২০১৭ , ১১:০৩ পিএম
আলোচিত এসপি বাবুল আখতারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার এক বছর হয়ে গেলো। ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামে সন্ত্রাসীরা তাকে হত্যা করে। তবে কারা কেন তাকে হত্যা করেছে তার উত্তর আজো মেলেনি।
তবে ঘটনার অনেক পরে বাবুল আখতারের শ্বশুর ও সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন কন্যা হত্যার জন্য বাবুলকেই হত্যাকারী মনে করছেন।
মোশাররফ সাংবাদিকদের বলেন, মামলার বাদী বাবুল আখতারই এই হত্যার সঙ্গে জড়িত। কারণ পুলিশ জিজ্ঞাসাবাদ করার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। আর দ্বিতীয়ত বাবুল সেই বরখাস্তের আদেশটি মেনে লিখিতভাবে মেনে নিয়েছে। তাকে যদি জোর করে সেখানে সই নেয়া হয়, তাহলে বাবুল আদালতের আশ্রয় নিতে পারতো। সেই সুযোগ ছিল। কিন্তু সে আদালতে যায়নি।
অন্যদিকে বাবুল আখতার সাংবাদিকদের বলেন, স্ত্রী মিতুর স্মৃতি বুকে ধারণ করে দুই শিশু সন্তানকে নিয়ে জীবনযুদ্ধে চারপাশের প্রতিকূলতাকে জয় করে যাচ্ছেন। এক বছরের চড়াই-উতরাই পেরিয়ে দুই বাচ্চাকে মানসিকভাবে অনেকটাই স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছেন। দুই সন্তানই এখন বাবার মাঝে মায়ের আদর নিয়ে বেড়ে উঠছে।
গেলো বছরের ৫ জুন চট্টগ্রামে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন এসপি বাবুল আখতারের স্ত্রী মাহমুদা খানম মিতু। সেদিনের ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছেলে মাহির অনেকটাই অস্বাভাবিক হয়ে পড়েছিলো। মায়ের ভয়ঙ্কর মৃত্যু চোখের সামনে দেখে অনেকদিন প্রায় বাকরুদ্ধ ছিল সে।
এমকে