images

অন্যান্য / আইন-বিচার / অপরাধ

গয়েশ্বরসহ বিএনপির গ্রেপ্তার নেতাকর্মীরা আদালতে

বুধবার, ৩১ জানুয়ারি ২০১৮ , ০৪:০৭ পিএম

images

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের গ্রেপ্তার নেতাকর্মীদের আদালতে নেয়া হয়েছে।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে হাজিরার সময় পুলিশের ওপর হামলা, ভাংচুর ও প্রিজনভ্যানের তালা ভেঙে দুই কর্মীকে ছিনিয়ে নেয়ার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর মিন্টু রোডের ডিবি অফিস থেকে তাদের নিম্ন আদালতে নেয়া হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ছাড়া ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ মোট ৭০ জন নেতাকর্মী রয়েছেন।

পুলিশের প্রিজনভ্যানে হামলা ও ছাত্রদলের দুই কর্মীকে ছিনিয়ে নেয়ার ঘটনায় তাদের মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়।  এ ঘটনায় শাহবাগ থানায় পৃথক দু’টি মামলা করে পুলিশ।  শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রহিদুল ইসলাম ও এসআই চম্পক বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। মামলা নম্বর ৫৭ ও ৫৮। 

--------------------------------------------------------
আরও পড়ুন: এবি ব্যাংকের সাবেক ২ কর্তার বিদেশ যেতে নিষেধাজ্ঞা
--------------------------------------------------------

দায়ের করা উভয় মামলার এজহারে হামলার নির্দেশদাতা হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপির শীর্ষ নেতাদের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও সাত থেকে আটশ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়।

এদিকে এ ঘটনায় আজ বুধবার সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, রাজধানীর হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজনভ্যানে হামলা উদ্দেশ্যমূলক। হামলাকারীরা বিএনপির কেউ নয়। অবিলম্বে গ্রেপ্তারকৃতদের তাদের মুক্তি দিতে হবে। এ ধরনের ধরপাকড় অশনিসংকেত।

আরও পড়ুন:

এমসি/জেএইচ