images

অপরাধ

নিখোঁজ ২৬১ জনের তালিকা প্রকাশ

বুধবার, ২০ জুলাই ২০১৬ , ০৯:৪৬ এএম

সারাদেশে সাম্প্রতিক সময়ে নিখোঁজ ২৬১ জনের একটি তালিকা প্রকাশ করেছে র‌্যাব।

র‌্যাবের অনলাইন মিডিয়া সেলের ফেইসবুক পাতায় মঙ্গলবার রাতে নিখোঁজ ২৬২ জনের তালিকা প্রকাশ করা হয়। তবে তাদের একজন  পরিবারের কাছে ফিরে এসেছেন বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানিয়েছেন।

তিনি বলেন,“তারা নিখোঁজ রয়েছে। তাদেরকে আমরা জঙ্গিও বলছি না।”তবে তাদের মধ্যে কেউ কেউ জড়িত থাকতে পারে। কারো বিষয়ে প্রমাণও রয়েছে।

এদের বিষয়ে কোনো তথ্য পেলে র‌্যাবের নিকটতম ক্যাম্পে জানাতে অনুরোধ করা হয়েছে। অথবা ০১৭৭৭৭২০০৫০ মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।