images

অপরাধ

জীবন দিয়ে রক্ষা করলেন শিশুকে

বুধবার, ০৪ জানুয়ারি ২০১৭ , ০৭:৪৮ পিএম

পৃথিবীতে মায়ের কোলেই সন্তান নিরাপদ। যুগ যুগ ধরে সমাজের বাস্তবতায় এটিই প্রমাণিত হয়েছে।

আজ (বুধবার) ময়মনসিংহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন মারা গেছেন। বেঁচে গেলো মায়ের কোলে থাকা ৮ মাসের শিশু খাদিজা। নিহতের মায়ের শরীর জড়িয়ে থাকা ৮ মাসের শিশুটি পায়ে সামান্য আঘাত পেলেও বেঁচে রয়েছে। এটি একটি অলৌকিক ঘটনা।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জে ময়মনসিংহগামী ট্রাকের সঙ্গে ঈশ্বরগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক এবং একই পরিবারের ৩ সদস্য মারা যান। ঘটনাস্থলে নিহতরা হলেন শিশুর মা, ভাই ও দাদি। আহত হন বাবা।

কর্তব্যরত ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, ভেবেছিলাম সবাই মারা গেছে। পরে শিশুটির কান্না শুনতে পেলাম। ভেতরে দেখলাম মায়ের কোল আটকে ধরে কান্না করছে। মায়ে শরীর নিস্তেজ। দুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি। দুমড়ে যায় মায়ের শরীর। কিন্তু শিশুটিকে রেখেছেন নিরাপদ। কৌশলে খাদিজাকে উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধারের পর দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বাবা-মেয়ে ময়মনসিংহ মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ জানায়, গৌরীপুরের রামগোপালপুরের  বিশ্বনাথপুর গ্রামের ইসহাক মিয়া তার স্ত্রী, মা ও দুই সন্তানকে নিয়ে গাজীপুরের শিমুলতলী থেকে ঈশ্বরগঞ্জে যাচ্ছিলেন।

জেএইচ