বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০১৭ , ০৩:৫৭ পিএম
বিদেশি চ্যানেলে বিজ্ঞাপনের নামে অর্থপাচারের অভিযোগে বক্তব্য উপস্থাপনের জন্য ডেকো গ্রুপ ও সুরেশ সরিষা তেল কর্তৃপক্ষকে ২৮ জানুয়ারি হাজির হতে বলেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার অর্থপাচারের অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপনের জন্য চিঠি দেয়া হয়।
গেলো ৫ নভেম্বর গঠিত হয় বেসরকারি টিভি মালিকদের সংগঠন মিডিয়া ইউনিটি। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিদেশি চ্যানেলে দেশীয় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচার বন্ধে সোচ্চার হয়। এ নিয়ে সরকারের কর্তাব্যক্তিদের সঙ্গে কয়েকদফা বৈঠকও করে সংগঠনটি।
গেলো বছরের শেষ দিকে বিদেশি চ্যানেলে দেশি কোম্পানির বিজ্ঞাপন পচার বন্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানায় মিডিয়া ইউনিটি। বিজ্ঞাপন প্রচারের নামে টাকা পাচার হচ্ছে বলে দাবি করা হয়।
মিডিয়া ইউনিটির দাবির প্রতি সমর্থন জানিয়ে বানিজ্যমন্ত্রী এবং তথ্যমন্ত্রী বিদেশি চ্যানেলে দেশীয় কোম্পানির বিজ্ঞাপন প্রচার বন্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এর প্রেক্ষিতে ডেকো গ্রুপ ও সুরেশ সরিষার তেল কতৃপক্ষকে নিজেদের বক্তব্য উপস্থাপনের জন্য চিঠি দিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ। পর্যায়ক্রমে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা সব প্রতিষ্ঠানকে তলব করা হবে।
এইচটি/এমকে