মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭ , ১০:৫৩ এএম
ঢাকার তেজগাঁও এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মীর হোসেন (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে তার মরদেহ উদ্ধার কারা হয়।
ফার্মগেট রয়্যাল গ্র্যান্ড নামের ওই হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নিহত মীর ১৫ জানুয়ারিতে হোটেলে ওঠেন। রাতের খাবারের জন্য তাকে ডাকাডাকি করার পর ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় পুলিশে খবর দেয়া হয়।
হাসপাতালের ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএস