images

আইন-বিচার

প্রধান বিচারপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইমতিয়াজ মেহেদী হাসান

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:০৭ এএম

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অফিসে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, মৌলিক অধিকার রক্ষা, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনগণের আস্থা বৃদ্ধির জন্য একটি শক্তিশালী, নিরপেক্ষ এবং দক্ষ বিচার বিভাগ অপরিহার্য।

Capture

পরে ইউরোপীয় ইউনিয়ন এক পোস্টের মাধ্যমে ইইউ রাষ্ট্রদূত ও প্রধান বিচারপতির সাক্ষাতের বিষয়টি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়। সেখানে দুজনের সাক্ষাৎকালে বিচার বিভাগের স্বাধীনতা, বিচারক ও আইনজীবীদের দক্ষতা বৃদ্ধি, ন্যায়বিচার প্রাপ্তি সহজীকরণ এবং বিচার ব্যবস্থার ডিজিটালাইজেশন নিয়ে আলোচনা করার জন্য প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানানো হয়।

এর আগে, গত ৩০ জানুয়ারি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন।

আরটিভি/আইএম/এআর