বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০১৭ , ০৩:৫৯ পিএম
বন্ধ হচ্ছে না বাংলাদেশে চলা ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা। এই তিন চ্যানেল বন্ধের আদেশ চেয়ে করা রিট খারিজ করে হাইকোর্টর দেয়া রায় বহাল রেখেছেন চেম্বার বিচারপতি। ফলে ভারতীয় এ ৩ চ্যানেলের সম্প্রচার চালু থাকছে।
বুধবার হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এছাড়া রায়ের কপি হাতে পাওয়ার পর আবেদনকারীকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে।
২০১৪ সালের আক্টোবরে ৩ ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহীন আরা লাইলী। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১৯ অক্টোবর হাইকোর্ট রুল দেন।
গেলো ২৯ জানুয়ারি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধের বিষয়ে দেয়া রুল খারিজ করে দেন হাইকোর্ট। এরপর গেলো রোববার হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়।
এইচটি/এমকে