images

বাংলাদেশ / জাতীয়

বাসে ‘সিটিং সার্ভিস’ নয়, আসছে সিদ্ধান্ত

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১ , ১১:৩৩ পিএম

রাজধানীতে ‘সিটিং সার্ভিস’ লিখে বাড়তি ভাড়া আদায় বন্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ গণমাধ্যমকে এ তথ্য জানান। 

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে বিআরটিএ ভবনে অনুষ্ঠিত জরুরি সভায় এমন সিদ্ধান্তের ব্যাপারে আলোচনা হয়। 

এনায়েত উল্ল্যাহ বলেন, ঢাকায় কোনো বাস সিটিং সার্ভিস লিখতে পারবে না। রুট পারমিটের শর্ত মেনে বাসগুলোতে ভাড়া নেওয়া হচ্ছে না। বুধবার এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। 

আগামীকাল বুধবার বিকেলে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির প্রধান কার্যালয়ে মালিক ও শ্রমিকদের বৈঠক হবে। বৈঠকে সিটিং সার্ভিস লেখা যাবে না- এমন সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। 

বাসের বর্ধিত ভাড়া প্রসঙ্গে এনায়েত উল্ল্যাহ বলেন, আট বছর পর বাস ভাড়া বাড়ানো হয়েছে। অনেকে ভুল তথ্য প্রচার করছেন। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মালিক-শ্রমিকদের ১৫টি টিম থাকবে।এনএইচ/এসকে