সোমবার, ১০ জুন ২০২৪ , ০৫:৪০ পিএম
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল হকের মা বেগম আমেনা খাতুন (৯৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রোববার (৯ জুন) সন্ধ্যায় কুমিল্লার কাপুড়িয়াপট্টির নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বেগম আমেনা খাতুন মৃত্যুকালে ৬ মেয়ে ৫ ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১০ জুন) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে শ্রীপুরে গ্রামের কাজীবাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জাসদ নেতা কাজী সাইমুল হকের মা বেগম আমেনা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দলের সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার।