images

অন্যান্য / শিক্ষা / রাজনীতি / ক্যাম্পাস / অন্যান্য

ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা

রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ১১:১৪ পিএম

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণাবিষয়ক সম্পাদক পদসহ ১১৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। 

রোববার (৮ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে ২৪ জনকে সহসভাপতি, ২৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১০ জনকে সাংগঠনিক সম্পাদক (সাংগঠনিক বিভাগভিত্তিক) ও ৩২ জনকে সম্পাদক পদে, ১৭ জনকে সহসম্পাদক পদে ও ৮ জনকে সদস্য পদে রাখা হয়েছে।  

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর রাজধানী ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সেখানে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হন বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয় নাজমুল হাসান।

আরটিভি/কেএইচ-টি