images

অর্থনীতি / রাজধানী

রাজধানীতে ক্রমেই জমে উঠছে ঈদের কেনাকাটা

রোববার, ১৭ মার্চ ২০২৪ , ০৯:০২ পিএম

images

রাজধানীর বিভিন্ন মার্কেটে শুরু হয়েছে ঈদের কেনাকাটা। রমজানের ৭ম দিনে রোববার (১৭ মার্চ) বিকেলে নিউমার্কেট, গাউছিয়া মার্কেট, চাঁদনি চক, মৌচাক মার্কেট, ইষ্টার্ন প্লাজা, ফরচুন মার্কেট, বেইলিরোডসহ বিভিন্ন মার্কেট ঘুরে ক্রেতাদের ভিড় দেখা গেছে।

অনেকেই পরিবার নিয়ে এসেছেন। অতিরিক্ত ভিড় এড়াতে আগে ভাগেই সেরে নিচ্ছেন ঈদের কেনাকাটা। পছন্দের পণ্যটি নিয়ে খুশি মনে ফিরছেন তারা।

তবে ক্রেতাদের অভিযোগ এবার পোশাকের দাম তুলনামূলক বেশি। অপরদিকে রোজার শুরুতে ক্রেতাদের এমন সমাগম দেখে ঈদে ভালো বিক্রির আশা দেখছেন বিক্রেতারা।

প্রায় আট বছর ধরে মৌচাক মার্কেটে ব্যবসা করেন জুনায়েত হোসেন। তিনি আরটিভি নিউজকে বলেন,করোনাসহ নানা কারণে গত কয়েক বছর ব্যবসা ভাল হয়নি। এবার রমজানের প্রথম থেকেই মোটামুটি ভালো বিক্রি হচ্ছে। এবার আশা করছি ভাল ব্যবসা হবে।

নিউমার্কেটের ব্যবসায়ী সোহরাব বলেন, এবার ক্রেতার চাহিদা মাথায় রেখে ভিন্ন ভিন্ন ডিজাইনের পোশাক উঠিয়েছি। রোজার শুরুতে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। আশা করছি এবার বিক্রি ভাল হবে।

রাজধানীর মালিবাগের ফরচুন মার্কেটে মেয়ের জন্য জুতা কিনতে এসেছেন আবেদা রহমান। আরটিভি নিউজকে তিনি বলেন, এখানে বাচ্চাদের ভাল কলেকশন আছে। দাম একটু বেশি। কোয়ালিটি ভাল। বাচ্চাদের জিনিসের দাম আরেকটু কম হলে ভাল হতো।

বেইলি রোডে আরটিভি নিউজের সঙ্গে কথা হয় কানিজ হুমায়রার সঙ্গে। তিনি আরটিভি নিউজকে বলেন, আমার হাজব্যান্ড ব্যবসায়ী। খুব বিজি থাকেন। তাই তার জন্য একটা পাঞ্জাবী নিলাম। তবে গতবারের তুলনায় দাম একটু বেশি। কিন্তু পছন্দমত কিনতে পেরে খুশি তিনি।

তিনি বলেন, এবার স্বাচ্ছন্দে কেনা কাটা করা যাবে। করোনার ঝামেলা নেই। আশা করি এবারের ঈদ পরিবারের সবাইকে নিয়ে ভালভাবে কাটাবো।

রাজধানীর রামপুরা থেকে পরিবারসহ কেনাকাটা করতে এসেছেন আবু বকর। তিনি আরটিভি নিউজকে বলেন, রোজার শেষ সময় মার্কেটে অনেকে ভিড় থাকে। ভিড়ের মধ্যে কেনাকাটা করা খুব কষ্টের।অনেক ঝামেলা পোহাতে হয়। এবার ঈদে গ্রামের বাড়ি যাব। তাই আগেই কেনাকাটা সেরে ফেলছি।

শুধু মার্কেটেই নয়, ফুটপাতেও বাড়ছে ক্রেতাদের ভিড়। মগবাজার মোড়ে ফুটপাত থেকে গেঞ্জি কিনছিলেন আল আমিন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। থাকেন ইস্কাটন এলাকায়।

আরটিভি নিউজকে তিনি বলেন, আমরা ছোট চাকরি করি। তাই কম খরচে ফুটপাত থেকে পছন্দের কাপড় কিনছি। কি আর করবো।

এছাড়া ইষ্টার্ন প্লাস, গ্লোব শপিং কমপ্লেক্স, নুরজাহান মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, নিউমার্কেট এলাকার ফুটপাতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। এসব এলাকায় ঈদের পোশাকের পাশাপাশি নিত্যপণ্য কিনতেও দেখা গেছে অনেককে।