images

অন্যান্য / রাজধানী

গুলশানে ফল বিক্রেতাদের হামলায় প্রকৌশলীসহ আহত ৩

শনিবার, ২৩ মার্চ ২০২৪ , ১১:৫৬ পিএম

images

রাজধানীর গুলশান- নম্বর এলাকায় ফল বিক্রেতাদের হামলায় প্রকৌশলীসহ তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে শুক্রবার (২২ মার্চ) বিকেলে ফল কিনতে গিয়ে তারা হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা

আহত তিনজন হচ্ছেন- পরামর্শক প্রতিষ্ঠান এডিফিসের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী এস এম তারিকুজ্জামান, তার ছোট ভাই এস এম শুআইব এডিফিসের ডিরেক্টর রুবায়েত আজম রোডস অ্যান্ড হাইওয়ের সঙ্গে পরামর্শক হিসেবে কাজ করে এডিফিস

সময় ক্রেতারা জরুরি সেবা৯৯৯নম্বরে ফোন দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে হামলার ঘটনায় এক ফল বিক্রেতাকে আটক করেছে গুলশান থানা পুলিশ

রুবায়েত আজম গণমাধ্যমকে জানান, তার সহকর্মী এস এম তারিকুজ্জামান এবং তার ছোট ভাই শোয়াইব তাহসীম ফল কিনতে গুলশান- ডিসিসি সুপার মার্কেটে যান সেখানে ফুটপাতের ফলের দোকান থেকে এক কেজি আঙুর কেনেন দোকানদার ওজনে কম দেওয়ায় তা নিয়ে তাদের মধ্যে তর্ক হয় একপর্যায়ে সেখানকার ফলের দোকানদারেরা তাদের মারধর করেন খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান পরে তার ওপরও হামলা হয়

তিনি আরও জানান, হামলায় তার সহকর্মী এস এম তারিকুজ্জামান মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তার মাথায় ছয়টি সেলাই লেগেছে ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তারা

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই তুচ্ছ ফল কেনার সময় ক্রেতা-বিক্রেতার মধ্যে তর্ক হয় এর জেরেই মারধরের ঘটনা ঘটে যারা আহত হয়েছেন, তারা মামলা করতে থানায় এসেছেন মামলা দায়েরের প্রস্তুতি চলছে