শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ০৩:৪৬ এএম
রাজধানীর মোহাম্মদপুরে একটি মার্কেটের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ভাইকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ দুজনের নাম আবুল হোসেন ও মাহবুব হোসেন বলে জানা গেছে। আহতাবস্থায় তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, আবুল হোসেন মোহাম্মদপুরের শিয়া মসজিদ কাঁচাবাজার কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে মার্কেটের কমিটি নিয়ে তার সঙ্গে আরেকটি পক্ষের দ্বন্দ্ব হয়। এর জের ধরে তার কার্যালয়ে বৃহস্পতিবার রাতে শুরুতে বাগ্বিতণ্ডা হয় এবং পরে গুলির ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, আবুল হোসেন ও তার ভাইকে গুলি করে অপরাধীরা পালিয়ে গেছে। তাদের পরিচয় নিশ্চিতে আহত ব্যক্তিদের সহায়তা নেওয়া হচ্ছে। অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
আরটিভি/এসএইচএম