শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪ , ০২:৩৩ পিএম
রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে এই আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লেগেছে। সংবাদ পাওয়ার পর কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট সেখানে গিয়েছে।
রাশেদ বিন খালিদ আরও বলেন, বাসে কীভাবে আগুন লেগেছে প্রাথমিকভাবে তা আমরা জানতে পারিনি। এ ছাড়া কেউ হতাহত হয়েছে কিনা সেই খবরও এখনও পাওয়া যায়নি।
আরটিভি/আইএম/এসএ