রোববার, ০৮ ডিসেম্বর ২০২৪ , ০৫:০৭ পিএম
কলামিস্ট ও গবেষক ফরহাদ মজহার আওয়ামী লীগ সরকারের গুম-খুনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিলুপ্তির দাবি তুলেছেন।
রোববার (৮ ডিসেম্বর) পিলখানায় জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের মধ্যে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফরহাদ মজহার বলেন, র্যাবকে দ্রুত বিলুপ্ত করতে হবে। আর বিজিবিকে বর্ডার গার্ড নয়, সৈনিক হিসেবে মর্যাদা দিতে হবে।
এ সময় আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করার প্রকল্প নিয়েই ভারত আওয়ামী খুনিদের দিল্লিতে জায়গা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ারও জোর দাবি জানান তিনি।
ফরহাদ মজহার আরও বলেন, নাগরিকদের জন্য সেনা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। কেননা ভারতীয়দের জবাব দিতে হলে প্রতিটি নাগরিককে মিলিটারি প্রশিক্ষণ দিতে হবে। ভারতের বর্তমান প্রোপাগান্ডা নিছক মিথ্যাচার নয়, এটা ভারতের পক্ষ থেকে সামরিক প্রস্তুতি। তাই আমাদেরও প্রস্তুতি নিতে হবে।
আরটিভি/এমএ-টি