শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ , ০৬:০২ পিএম
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে দুই দিনে ১ হাজার ৭৯৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ও শুক্রবার (১৩ ডিসেম্বর) ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ৭৯৯টি মামলা করা হয়েছে।
এ ছাড়া অভিযানকালে ৫২টি গাড়ি ডাম্পিং ও ৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যরা রাতদিন কাজ করছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরটিভি/আরএ-টি