রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ১০:৫৮ এএম
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৪ হাজার ৬২ পিস ইয়াবা, ৯১ পুরিয়া হেরোইন ও ৪৩৯ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা করা হয়েছে।
আরটিভি/আইএম/এআর