বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ , ০৮:৪৪ এএম
রাজধানীর মিরপুরের কাজীপাড়া সোনালী ব্যাংকের পাশে আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
আগুন লাগার ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম তলায় আগুন লাগলেও ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছায় আগুন দ্রুত ভবনটির তৃতীয় ও পঞ্চম তলায় ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস জানায়, ভবনটির দ্বিতীয় তলায় সোনালী ব্যাংক থাকলেও ব্যাংকের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভবনটির চারতলায় থাকা ফুটপান্ডার অফিস ও পাঁচ তলায় থাকা বাসাটিও পুড়ে যায়।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
আরটিভি/এআর/এস