images

রাজধানী

স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:৩৬ পিএম

images

রাজধানীর বনশ্রীতে সম্প্রতি অলংকার জুয়েলার্সের মালিক আনোয়ার হোসেনের ওপর হামলা করে স্বর্ণ লুটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বনশ্রী এলাকায় সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন খিলগাঁও, সবুজবাগ, রামপুরা ও শাহজাহানপুর এলাকার জুয়েলারি মালিক সমিতির সদস্যরা। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের পর একটি মিছিল নিয়ে রামপুরা থানার দিকে চলে যান ওই স্বর্ণ ব্যবসায়ীরা।

সড়ক অবরোধে অংশ নেওয়া ব্যবসায়ীরা বলেন, আগামী শনিবারের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। লুট করা স্বর্ণ উদ্ধার করতে হবে। তা না হলে আগামী ৩ মার্চ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবেন তারা।

খিলগাঁও, সবুজবাগ, রামপুরা ও শাহজাহানপুর এলাকার জুয়েলারি মালিক সমিতির সভাপতি মো. ইয়াকুব বলেন, আনোয়ারের ওপর হামলাকারীরা এখনো গ্রেপ্তার হয়নি। হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ ব্যর্থ হয়েছে। এই এলাকার ব্যবসায়ীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

সড়ক অবরোধের আগে আনোয়ারের ব্যবসাপ্রতিষ্ঠান অলংকার জুয়েলার্সের সামনে মানববন্ধন করেন স্বর্ণ ব্যবসায়ীরা। সেখানে কয়েক দফা দাবি তুলে ধরেন তারা। দাবিগুলো হলো—দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা; সন্ত্রাসীরা যে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে, সেগুলো উদ্ধার করা; ভুক্তভোগী ব্যবসায়ী আনোয়ারকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো; ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা; মামলার অগ্রগতি গণমাধ্যমের মাধ্যমে জানানো।

গত রোববার রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে আনোয়ারকে গুলি করে তার কাছে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় একদল ছিনতাইকারী। 

আরটিভি/এসএইচএম