images

রাজধানী

গুলশান-বনানীর সড়ক ব্যবহারে ট্রাফিক বিভাগের নতুন নির্দেশনা

বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১১:৪১ পিএম

images

রাজধানীর গুলশান ও বনানী এলাকায় যাতায়াতে ও কাকলী, সৈনিক ক্লাবসহ বেশ কয়েকটি রাইট টার্ন ও ইউটার্ন ব্যবহার না করতে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ।

বুধবার (২ এপ্রিল) দুপুরে গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এ নির্দেশনা জানানো হয়। পরীক্ষামূলক ভাবে এ নিয়ম চালু করা হয়।

ইন্টারসেকশনসমূহে চলাচল সংক্রান্তে নির্দেশনার মধ্যে রয়েছে-

মহাখালীর দিক থেকে আগত যানবাহন সৈনিক ক্লাবে ইউটার্ন নিয়ে বনানী অথবা আমতলীতে যেতে পারবে।

অপর দিকে, কাকলী ক্রসিংয়ে সকল প্রকার রাইট টার্ন এবং ইউটার্ন নেওয়া বন্ধ থাকবে। যারা গুলশান/বনানী যাবেন তারা বনানী কবরস্থান ক্রসিং থেকে ইউটার্ন করে ঘুরে আসতে হবে। তবে এখানে বাস বা বড় যানবাহন ইউটার্ন করতে পারবে না।

এ ক্ষেত্রে বাস বা অন্যান্য বড়/ভারী যানবাহন সমূহকে আর্মি স্টেডিয়াম ইউটার্ন ব্যবহার করতে হবে বলে জানানো হয়।

আরটিভি/এএইচ