images

রাজধানী

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ , ১২:১৯ পিএম

images

রাজধানীতে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সায়েন্সল্যাব মোড়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ ধাওয়া-পাল্টাধাওয়ার সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।

সরেজমিনে দেখা গেছে, সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজে শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নিয়েছেন। উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করছে। 

Capture2

এদিকে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। শিক্ষার্থীদের থামাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে তৎপরতা চালাতে দেখা গেছে।

আরটিভি/আইএম