images

রাজধানী

পূর্বাচল সোসাইটির প্রথম সভা অনুষ্ঠিত

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ১০:২৭ পিএম

images

পূর্বাচল প্লট মালিকদের সমন্বয়ে গঠিত পূর্বাচল সোসাইটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় পূর্বাচল ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শুরুতে মুখ্য সংগঠক ও সঞ্চালক সাবেক সচিব ড. এ ওয়াই এম একরামুল হক পূর্বাচল নতুন শহরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে একটি হৃদয়গ্রাহী ও তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

পূর্বাচলকে পরিকল্পনা অনুযায়ী বাস্তাবায়ন করতে পূর্বাচল উন্নয়ন কর্তৃপক্ষ, আলাদা সিটি করপোরেশন, মেট্রোপলিটন পুলিশের তিনটি থানা গঠনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় ডেসকোর চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবিএম আব্দুস সাত্তার এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় প্লট বরাদ্দপ্রাপ্ত অনেক সাবেক ও বর্তমান সচিব-আমলাসহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজধানী ঢাকার পূর্বে নতুন শহর প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন নিয়ে গড়ে ওঠে পূর্বাচল। আধুনিক ঢাকার রূপকার এই স্বপ্নের শহরের কথা ভেবেই অনেকেই আকাঙ্ক্ষা করেছিলেন বরাদ্দকৃত প্লট কেনার। কিন্তু আজ সেই স্বপ্ন ও বাস্তবতার মাঝে রয়েছে বিশাল ব্যবধান। স্বপ্নের শহর বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। সামনে কঠিন পথ, প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা ও দায়িত্বশীল পরিকল্পনা। এই সীমাহীন চ্যালেঞ্জ মোকাবিলা এবং করণীয় নির্ধারণের লক্ষ্যে পূর্বাচল প্লট মালিকদের সমন্বয়ে গঠিত পূর্বাচল সোসাইটির এই সভা আয়োজন করে।

আরটিভি/আরএ