মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০১৬ , ০৪:৪১ পিএম
আমেরিকায় চলছে ভোটের যুদ্ধ
উত্তেজনায় কাঁপছে জগৎসুদ্ধ।
একদিকে ক্লিনমনের হিলারি,
অন্যদিকে ট্রাম্প নামের খিলাড়ি।
ছুটছে দু’জন, লক্ষ্য সাদা বাড়ি
চাবির মালিক হচ্ছে বুঝি নারী!
যদিও ট্রাম্প জেতার জন্য গোঁয়াড়;
জরিপ ভাষ্য-চলছে, টাগ অব ওয়ার।
খানিক বাদে বাজছে শেষ বাঁশি।
দেখার এখন কে হাসে শেষ হাসি।