images

সিটিজেন জার্নালিজম

নির্বাচনী ছড়া

মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০১৬ , ০৪:৪১ পিএম

images

আমেরিকায় চলছে ভোটের যুদ্ধ

উত্তেজনায় কাঁপছে জগৎসুদ্ধ।

একদিকে ক্লিনমনের হিলারি,

অন্যদিকে ট্রাম্প নামের খিলাড়ি।

ছুটছে দু’জন, লক্ষ্য সাদা বাড়ি

চাবির মালিক হচ্ছে বুঝি নারী!

যদিও ট্রাম্প জেতার জন্য গোঁয়াড়;

জরিপ ভাষ্য-চলছে, টাগ অব ওয়ার।

খানিক বাদে বাজছে শেষ বাঁশি।

দেখার এখন কে হাসে শেষ হাসি।