images

দেশজুড়ে

দিনাজপুরে আরও ৩২ জন করোনায় আক্রান্ত

রোববার, ০২ আগস্ট ২০২০ , ০৩:৪২ পিএম

images

দিনাজপুরের পার্বতীপুরে গেল ২৪  ঘণ্টায়  আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর মধ্য দিয়ে ৩২ জনের দেহে করোনাভাইরাস  (কোভিড ১৯) পজিটিভ শনাক্ত হয়েছে।  দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ল্যাব হতে ১১২ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৩২ জনের দেহে করোনা ( কোভিড ১৯) পজিটিভ শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলাতে মোট শনাক্ত ১৭২৫ জন।  করোনায় আক্রান্ত হয়ে পার্বতীপুর উপজেলায় একজনের মৃত্যু হওয়ায় জেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩৭জন।

জেলায় নতুন  করোনায় আক্রান্তদের মধ্যে সদরে ১৭, হাকিমপুরে ছয়, ফুলবাড়ীতে চার, বিরলে দুই, বিরামপুরে এক  কাহারোলে এক, এবং পার্তীপুরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু।এ নিয়ে  জেলায় মোট আক্রান্তের  সংখ্যা দাঁড়ালো ১৭২৫ জন। এদিকে ২৮ জন  নতুন করে সুস্থ হওয়ায় জেলায় এ নিয়ে  সুস্থ হয়েছে  ১১০০ জন।

জেবি