images

জাতীয় / অপরাধ / আইন-বিচার / দেশজুড়ে

নিখোঁজের পর দ্বিতীয় শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ , ০৯:৪৭ এএম

images

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নিখোঁজের এক দিন পর দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার দুপুরে উপজেলার জপসা ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার কীর্তিনাশা নদী থেকে শিশুটির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত শিশুর নাম মেহেদী হাসান (৯)। সে উপজেলার লক্ষ্মীপুর গুচ্ছগ্রামের রিকশাচালক আজাহর মাদবরের ছেলে এবং মশুরা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

নিহত শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আরটিভি নিউজকে জানান, গেল রোববার বেলা ১২টার দিকে বাড়ি থেকে বের হয় মেহেদী হাসান। 

এরপর আর বাড়ি ফেরেনি সে। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে গতকাল সোমবার নড়িয়া থানায় সাধারণ ডায়েরি করে।

দুপুরের দিকে স্থানীয়রা কীর্তিনাশা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে  পুলিশে খবর দেয়।  পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।  এরপর মেহেদীর পরিবারের সদস্যরা থানায় গিয়ে তার মরদেহ শনাক্ত করে। 

ওসি আরও জানান, মরদেহের পেট কাটা ছিল। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে।  মেহেদীর দাঁত ভাঙ্গা ছিল। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হত্যার ধরন দেখে এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

জেবি