images

দেশজুড়ে

হিলিতে বেড়েছে আমদানি কমেছে কাঁচা মরিচের দাম

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০ , ০৭:২৬ পিএম

images

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে কাঁচা মরিচের আমদানি। ফলে পাইকারি আড়তগুলোতে কমতে শুরু করেছে ভারতীয় কাঁচা মরিচের দাম।

এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি কমেছে ৬০ টাকা। গত সপ্তাহে যে মরিচগুলো কেজি প্রতি বিক্রি হয়েছে ১৫০ টাকায় আজ শুক্রবার সেই মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়।

হিলি স্থলবন্দরে মরিচ কিনতে আসা পাইকার আনোয়ারের সঙ্গে কথা হয়।

তিনি জানান, পূজার আগে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন ১৪ থেকে ১৫ ট্রাক মরিচ আমদানি হতো। কিন্তু দুই দিন ধরে আমদানি বৃদ্ধি পেয়েছে। ফলে গেলো সপ্তাহের চেয়ে আজ হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের দাম কমেছে।সেজন্য তারা বেশি করে মরিচ কিনে দেশের বিভিন্ন জায়গাতে সরবরাহ করছেন।

দাম কমার কারণ হিসেবে আমদানিকারকরা জানান, ভারতের বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করায় আমদানি বৃদ্ধি পেয়েছে। যার জন্য দেশের বাজারে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম।

তারা আরও জানান, দেশে মরিচের বাজার স্বাভাবিক রাখতে  বেশি বেশি মরিচ আমদানি করছেন। অল্প দিনের মধ্যে আরও কাঁচা মরিচের দাম কমতে পারে।

হিলি স্থল শুল্ক স্টেশনের তথ্য মতে, চলতি সপ্তাহের দুই কর্ম দিবসে হিলি স্থলবন্দর দিয়ে ৪৩ ট্রাকে ৪৩০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।

জেবি