images

দেশজুড়ে

গণহত্যা দিবসকে অশ্রদ্ধা করলে ঘৃণা করবো

মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭ , ০৪:০৬ পিএম

images

২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হবে। আর যারা এই দিনটিকে অশ্রদ্ধা করবে,তাদেরকে আমরা ঘৃণা করবো। জানালেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
 
মঙ্গলবার সকালে সাভারের রাজফুলবাড়িয়া মোহাম্মদ আলী ইয়াকুর আলী স্কুল অ্যান্ড কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী ও পুরস্কার  বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করে, তারা আমাদের বন্ধু হতে পারে না, তারা দেশ ও জাতির শত্রু।

খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশকে নতুন করে একটি গোষ্ঠী জঙ্গি ও সন্ত্রাসী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র শুরু করেছে। এত আগুন সন্ত্রাসের পরেও বাংলাদেশের অর্থনীতি মজবুত অবস্থানের উপর দাড়িয়ে আছে। তাই এ অর্জনগুলো নষ্ট করার জন্য নতুন করে ষড়যন্ত্র হচ্ছে।

তিনি বলেন, এখন স্কুলের কোমলমতী শিক্ষার্থীদের ধর্মের অপব্যাখ্যা দিয়ে তাদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করা হচ্ছে। তাই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

এসএস