বুধবার, ১৫ মার্চ ২০১৭ , ০৯:১৬ পিএম
সুনামগঞ্জে মামলা ও ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রকে মারধরের ঘটনায় ২ পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ ৫০ জন আহত হয়েছেন।
বুধবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের উপ্তিরপাড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কাঁচা মিয়া খেলন মেম্বারের লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে আলী আহমদের লোকজনদেরকে ডাকাডাকি শুরু করলে ২ পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ২ পক্ষের ৫ জন গুলিবিদ্ধসহ ৫০ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অন্যদেরকে সুনামগঞ্জ সদর ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মোঃ আল আমীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে মামলার জেরে গেলো ১৩ মার্চ ষষ্ঠ শ্রেণিতে পড়া আব্দুল মালিকের ছেলে রুমেল মিয়াকে (১৩) স্কুলে যাবার পথে টাইলা হাওরে একা পেয়ে বেধড়ক মারধর করে কাঁচা মিয়ার লোকজন। এ নিয়ে এলাকাবাসী সালিশের প্রস্তাব দিলেও কাঁচা মিয়া সালিশ অমান্য করে আলী আহমদের লোকজনদেরকে দেখে নেয়ার হুমকি দেন।
কে/জেএইচ