images

দেশজুড়ে

'কুমিল্লা, মিরেরসরাই ও সীতাকুণ্ডের জঙ্গি কর্মকাণ্ড একসূত্রে গাঁথা '

শুক্রবার, ১৭ মার্চ ২০১৭ , ০৪:৫১ পিএম

images

কুমিল্লা, মিরেরসরাই ও সীতাকুণ্ড এলাকার জঙ্গি কর্মকাণ্ড একসূত্রে গাঁথা। বললেন চট্টগ্রাম জেলা পুুলিশ সুপার নুরে আলম মিনা। 

শুক্রবার দুুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নুরে আলম বলেন, এ তিনটি এলাকা জুড়ে চলমান উন্নয়ন বাধাগ্রস্ত করতে এ ধরণের জঙ্গি কর্মকাণ্ড করার পরিকল্পনা করছে জঙ্গিরা।

তিনি বলেন, চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ রুট। তাছাড়া এ রুটে অপকর্ম করে পালিয়ে বেড়ানোর সুযোগ থাকে বিধায় এ রুটের আশেপাশে জঙ্গি আস্তানা গড়ে তুলেছে জঙ্গিরা। 

সম্প্রতি কুমিল্লা থেকে ২ জঙ্গি হাসান ও জসিমকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তিতে মিরশরাইয়ের গোভানিয়া এলাকা থেকে অস্ত্র, গোলাবারুদসহ ছোট বড় বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনা সেটাই প্রমাণ করে।

এসজে