মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০ , ০১:৩৮ পিএম
যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মেহেদী হাসান সাগর নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
গতকাল সোমবার রাতের কোনও একসময় কে বা কারা তাকে খুন করে মরদেহটি শহরের ঘোপ এলাকায় ফেলে রেখে যায়।
কোতোয়ালি মডেল থানার (ওসি তদন্ত) শেখ তাসমীম আলম আরটিভি নিউজকে জানান, সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ উদঘাটন ও আসামিদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।
নিহত মেহেদী হাসান বিরামপুর ফকিরার মোড় এলাকার মুদি দোকানি শেখ হানিফের ছেলে।
জেবি