শনিবার, ২৫ মার্চ ২০১৭ , ০৪:৫১ পিএম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউপিতে ধর্ষণের শিকার হবার আড়াই মাস পরে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার মামলা হবার পরে অভিযুক্ত লিটন মাতুব্বরকে (২৫) আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ আরটিভি অনলাইনকে জানান, গেলো ১০ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে বসত ঘড়ে ঢুকে প্রতিবেশি লিটন মাতুব্বর মেয়েটিকে ধর্ষণ করেন। এ ঘটনা মেয়েটি তার মাকে জানালে তাকে কবিরাজের কাছে নিয়ে গিয়ে গোপনে চিকিৎসা দেয়া হয়।
কবিরাজি চিকিৎসা চলাকালীন সময়ে মেয়েটি ৩-৪ দিন আগে মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। সেখানে শনিবার ভোররাতে মারা যায় ওই কিশোরী। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে শুক্রবার এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা করেন।
এ ঘটনায় অভিযুক্ত লিটন মাতুব্বরকে শুক্রবার রাতে আটক করে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
এসজে