images

জাতীয় / দেশজুড়ে

আলোচিত কাদের মির্জা বিপুল ভোটে জয়ী (ভিডিও)

শনিবার, ১৬ জানুয়ারি ২০২১ , ০৫:৫৭ পিএম

images

নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল কাদের মির্জা বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১০ হাজার ৭৩৮টি।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ) কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন এক হাজার ৭৭৮ ভোট। এছাড়া জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী (মোবাইল ফোন) মোশারফ হোসেন পেয়েছেন এক হাজার ৪৫১ ভোট।

আজ শনিবার বিকেলে মোট নয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলম। জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাদের মির্জা গণমাধ্যমকে বলেন, আমি করোনার সময় মানুষের পাশে থেকেছি। তখন কেউ না থাকলেও আমি সেই দুর্যোগে মানুষের পাশে ছিলাম; যে কারণেই আজ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

 

জেবি