images

দেশজুড়ে

লালমোহনে ২০ বস্তা সরকারি চাল জব্দ

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১ , ০৩:৫০ পিএম

images

লালমোহনে ফের চাল উদ্ধারের ঘটনা ঘটেছে। এবার পৌর ভবনের স্টোর রুম থেকে ২০ বস্তা জেলে পুনর্বাসন চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান।

এই চাল গেলো বছরের অক্টোবর মাসে জেলেদের মধ্যে বিতরণ করার কথা থাকলেও তিন মাস পেরিয়ে গেলেও পৌর মেয়র এমদাদুল হক তুহিন তা বিতরণ না করে আত্নসাৎ করার জন্য স্টোর রুমে লুকিয়ে রেখেছে বলে দাবি করেছেন লালমোহনের জেলেরা।

স্থানীয় সাংবাদিকরা জানান, লালমোহন পৌরসভা ভবনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলেদের মধ্যে বিতরণের ২০ বস্তা চাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল-নোমান।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এ সময় জেলেদের ২০ বস্তা চাল জব্দ করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে আহ্ববায়ক করে তিন সদস্যবিশিষ্ট কমিটি করে। ওই কমিটির কাছে এসব চাল খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্বে রাখা হয় এবং খাদ্য নিয়ন্ত্রককে দায়িত্ব দেয়া হয় আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য।

মেয়র  তুহীন জানান,  কিছু জেলে চাল না নেয়ায় তা থেকে যায়। গেলো দুই মাস ধরে নানা ঝামেলা থাকায় এসব চাল আর বিতরণ করা যায়নি।

জেবি