images

দেশজুড়ে

জুয়া খেলার সময় র‌্যাবের হাতে আটক ৯

শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১ , ১০:৩২ পিএম

images

টাঙ্গাইলের কালিহাতী থেকে জুয়া খেলা অবস্থায় নয় জুয়াড়িকে আটক করেছে র‌্যাব-১২’র সিপিসি-৩। আজ শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার এলেঙ্গা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কালিহাতী উপজেলার সহদেবপুর গ্রামের আবু সাঈদের ছেলে মোঃ আতিকুর রহমান (৩২), একই উপজেলার মশাজান গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মো. জুয়েল রানা (৩৫), জামাল মিয়ার ছেলে মো.খালেক মিয়া (৪০), বানিয়াবাড়ী গ্রামের মো.আরশ আলীর ছেলে আয়নাল হক (৩৬), এলেঙ্গার শাহেদ আলীর ছেলে ছানোয়ার হোসেন (৪০), বাঁশ চান্দা গ্রামর  তরব আলীর ছেলে মিজান আলী (৫০) এলেঙ্গার মকবুলের ছেলে সিদ্দিকুর (৪০), মুলিয়া গ্রামের বুজ্জত আলীর ছেলে লুৎফর রহমান (৩৮), মধুপুর উপজেলার গাংগাইড় গ্রামের মকবুল হোসেনের ছেলে হেলাল উদ্দিন (৪০)।

র‌্যাব-১২’র সিপিসি-৩ টাঙ্গাইল এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যা বের একটি দল শনিবার বিকালে কালিহাতি উপজেলার এলেঙ্গায় অভিযান চালায়। এ সময় হুমায়ুনের ভাঙ্গারী দোকানের পিছনে পরিত্যক্ত জায়গায় জুয়া খেলা অবস্থায় নয় জুয়াড়িকে আটক করে। উদ্ধার করা হয় এক বান্ডিল তাস ও ১৭ হাজার ৩১০ টাকা। আটককৃতদের বিরুদ্ধে কালিহাতি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জিএম/এফএ