images

দেশজুড়ে / বাংলাদেশ / জাতীয়

সুষ্ঠু হলে মানবো : সাক্কু

বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭ , ১১:৫৩ এএম

সুষ্ঠু নির্বাচন হলে যে কোনো ফলাফল মেনে নেব। তবে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে নির্বাচন বর্জন করবো। জানালেন বিএনপি মেয়র প্রার্থী মনিরুল ইসলাম সাক্কু।  

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নগরীর হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট দেয়ার পরে ভোটকেন্দ্রের পরিস্থিতি নিয়ে অভিযোগ করেন তিনি।

মনিরুল ইসলাম সাক্কু বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোট গ্রহণের আশ্বাস দিলেও এর প্রতিফলন দেখছি না। নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের দাবি জানাচ্ছি। ভোট কেন্দ্রে এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারা হচ্ছে। বিএনপির ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে।

জাল ভোট দেয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, কয়েকটি ওর্য়াডের কেন্দ্রে ঢুকে জাল ভোট দেয়া হয়েছে বলে খবর পেয়েছি।

এর আগে সকাল ৯টায় কুমিল্লা মডার্ন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। ভোট দেয়ার পর সীমা বলেন, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, ফলাফলে জয়-পরাজয় যাই হোক আমি মেনে নেব।

এফএস/এসএস