images

দেশজুড়ে

স্বভাব যায় না মরলে!

সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১ , ১০:১৪ পিএম

images

বরগুনার তালতলীতে আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীসহ দুজনকে আবারও ইয়াবা ও গাঁজাসহ আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্টারচর এলাকার মৃত করিম হাওলাদারের ছেলে নবীন হাওলাদার ওরফে গাঁজা নবীন (৩৫) ও একই এলাকার মজিদ হাওলাদারের ছেলে সোহরাফ (৪৫)।

আজ সোমবার সন্ধ্যায় খোট্টারচর এলাকা থেকে তাদের আটক করা হয়। খোট্টারচর এলাকার নবীন হাওলাদার ওরফে গাঁজা নবীন (৩৫) দীর্ঘদিন যাবত এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। পরে পুলিশের আহ্বানে তিনি গত বছরের প্রথম দিকে আত্মসমর্পণ করেন। কিন্তু আত্মসমর্পণ করেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। গতকাল সোমবার পুলিশের দুই সদস্য ছদ্মবেশে নবীনের বাড়িতে মাদক কিনতে যায়। এ সময় ছয় পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তাদের  আটক করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. কামরুজ্জামান মিয়া আরটিভি নিউজকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

জেবি