images

দেশজুড়ে

সীতাকুণ্ডে অবৈধ ইট ভাটায় অভিযান

বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১ , ০৮:০৪ পিএম

images

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে পরিবেশের ছাড়পত্র বিহীন নুরজাহান নামে একটি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। 

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহ-পরিচালক আফজারুল ইসলাম। 

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সহকারী কমিশনার(ভূমি) রাশেদুল ইসলাম, সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার নুরুল আলম দুলাল, সদর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ শাহ আলম। 

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, হাইকোর্টের নির্দেশে ৯ তারিখ থেকে ১৮ তারিখের মধ্যে সীতাকুণ্ডের সবগুলো অবৈধ ইট ভাটা অভিযান চালানো হবে। এই অভিযান চলমান থাকবে।

এসএস